রাজধানী ঢাকার অতি সন্নিকটে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ইউনিয়নে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে সমতল, টিলা ও লেকে ঘেরা ৫০ বিঘা জমির উপরে নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত পাঁচ তারকা মানের “উৎসব রিসোর্ট লিমিটেড” এর প্রকল্প “উৎসব গোল্ড প্যালেস”।বাংলাদেশে এই প্রথম গ্রিন টেকনলোজির আওতায় এএসি ব্লক দ্বারা নির্মিত হচ্ছে পাঁচ তারকা মানের “উৎসব গোল্ড প্যালেস”। 

 

যেখানে থাকবেঃ-

Modern 5-Star Hotel Building

1,30,000 Sft

Modern 5-Star Hotel Building

Luxurious suite

180 Luxurious suite

Roof Top Helipad

Roof Top Helipad

Roof Top Cafe & BBQ Zone

Roof Top Cafe & BBQ Zone

Large Swimming Pool

& Kids Zone

Large Swimming Pool

24x7 Service

24x7 Service For Guests

চাইলে আপনিও হতে পারেন এমন পাঁচ তারকা মানের হোটেল এবং রিসোর্টের মালিক। সুদমুক্ত, নিরাপদ ও লাভজনক বিনিয়োগের জন্য উৎসব গোল্ড প্যালেস হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনার মুনাফা লাভের সাথে সাথে আপনার ক্রয়কৃত সম্পদের মূল্য বাড়বে বহুগুণ, যা পরবর্তীতে বেশী দামে বিক্রয় ও হস্তান্তর করতে পারবেন। কিস্তিতে ক্রয়ের সুবর্ণ সু্যোগ তো আছেই।


এছাড়াও আপনি পাচ্ছেনঃ-

  • Gold Palace এর মাত্র একটি শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনি পাচ্ছেন পাঁচ তারকা মানের হোটেলের মালিকানা।
  • আপনি নিজে,আপনার পরিবার অথবা মনোনীত ব্যক্তি Utsab Gold Palace এ প্রতি বছর ১০ দিন/রাত থাকার সুযোগ পাবেন।
  • রেজিস্ট্রি দলিলের মাধ্যমে Gold Palace এর মালিকানা হস্তান্তর করা হবে ।
  • Gold Palace এর মালিকানায়, আজীবন মুনাফা লাভের সুবর্ণ সুযোগ।

বিনিয়োগ হোক একবার মুনাফা আজীবন।

Fill Out the Form to apply for Investment