১-প্রবল চাহিদা এবং স্থিতিস্থাপকতাঃ হোটেল ট্যুরিজম খাতে বিনিয়োগের প্রাথমিক সুবিধা গুলোর একটি হলো রিসোর্ট/হোটেল এবং ভ্রমন সার্ভিসগুলির ধারাবাহিক চাহিদা।মানুষ বিভিন্ন কারনে ভ্রমন করে, যেমনঃ ব্যাবসা, অবসর, নতুন কিছু খুজতে। অর্থনৈতিক অবস্থা যেমনি হোক না কেন, সবসময় হোটেল এবং রিসোর্টের চাহিদা থাকবেই। এই প্রবল চাহিদা এই খাতে বিনিয়োগের স্থিতিশীলতা এবং স্থিস্থাপকতা প্রদান করে।
২-আয়ের ধারার বৈচিত্র্যকরণঃ হোটেল/রিসোর্ট প্রায় রুম বুকিং এর বাহিরেও আয় করে থাকে। এর মধ্য রেস্টুরেন্ট,ইভেন্টস,স্পা,ফান এক্টিভিটিস ইত্যাদি। হোটেল/ট্যূরিজম সেক্টরে বিনিয়োগ আপনাকে আয়ের বৈচিত্র্যতা প্রদান করে, এর সাথে বিনিয়োগের রিস্ক এর পরিমান টাও কমিয়ে দেয়।
৩-সর্বাধিক মুনাফা লাভের সুযোগঃ হোটেল ট্যুরিজম সেক্টর এর বিনিয়োগ সর্বাধিক রিটার্ন করতে পারে,আর তা যদি জনপ্রিয় লোকেশন হয় তাহলে আরো বেশি মুনাফা পাওয়া সম্ভব। এর সাথেও, পিক সিজনে হোটেল/রিসোর্টের রুম ভাড়া বৃদ্ধি পায় যার ফলে বেশি মুনাফা লাভ করা যায়।
৪-ট্যাক্স সুবিধাঃ অনেক সরকার হোটেল এবং ট্যুরিজম শিল্পে বিনিয়োগকারীদের ট্যাক্স প্রণোদনা এবং বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। এই প্রণোদনা গুলো হতে পারে ট্যাক্স কর্তন, ক্রেডিট অথবা ট্যাক্স রেট কমানো। এই সুবিধাগুলোর জন্য আপনি আপনার বিনিয়োগের বেশি রিটার্ন পেতে পারেন।
৫-পর্যটন বৃদ্ধির সম্ভাবনাঃ ট্যুরিজম একটি বৈশ্বিক শিল্প ইন্ডাস্ট্রি যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইমার্জিং মার্কেট এবং বিভিন্ন দেশের মধ্যবিত্ত কনজিউমারদের ট্যুরিজমের দিকে বৃদ্ধি বারাচ্ছে। অপ্রয়োজনীয় পর্যটন সম্ভাবনা রয়েছে এমন এলাকায় হোটেলগুলিতে বিনিয়োগ করা দীর্ঘমেয়াদী আয়ের দিকে নিয়ে যেতে পারে।
৬-রিয়েল ইস্টেট অ্যাপ্রিয়েশনঃ হোটেল/রিসোর্ট সাধারনত রিয়েল ইস্টেট সম্পদ হিসেবে বিবেচিত হয়। সময়ের সাথে সাথে, এই সম্পদ গুলোর মূল্য বৃদ্ধির প্রবণতা রয়েছে, যা বিনিয়োগের সামগ্রিক রিটার্নকে আরও বাড়িয়ে তোলে। হোটেল ট্যুরিজম সেক্টরে বিনিয়োগ আপনার রিয়েল ইস্টেট পোর্টফলিও বাড়ানোর চমৎকার উপায়।
৭-কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৃদ্ধিঃ হোটেল এবং পর্যটনে বিনিয়োগ স্থানীয় সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখে। হোটেলগুলিতে হাউসকিপিং এবং ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে শেফ এবং ইভেন্ট প্ল্যানার পর্যন্ত বিভিন্ন ভূমিকার জন্য কর্মীদের প্রয়োজন। এই কর্মসংস্থান সৃষ্টি স্থানীয় অর্থনীতিকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং অনেক ব্যক্তির জীবিকাকে সমর্থন করে।
৮-উদ্ভাবনের সুযোগঃ হোটেল শিল্প ক্রমাগত বিকশিত হচ্ছে, উদ্ভাবন এবং সৃজনশীলতার সুযোগ রয়েছে। আধুনিক, পরিবেশ-বান্ধব, বা অনন্য হোটেল ধারণাগুলিতে বিনিয়োগ আপনাকে প্রতিযোগিতা থেকে আলাদা করতে পারে এবং অতিথিদের বিভিন্ন পরিসরকে আকর্ষণ করতে পারে।
৯-জমি সহ সাব-কবলা মালিকানাঃ হোটেল ট্যুরিজমে বিনিইয়োগের ফলে ইনভেস্টর/বিনিয়োগকারী জমিসহ হোটেল/রিসোর্টের আংশিক মালিকানা পেয়ে থাকে। যা সরকার ভুক্ত রেজিস্ট্রেশন করা থাকে।
১০–সারাজীবন সুদ মুক্ত হালাল আয়ঃ
হোটেল ট্যুরিজমে বিনিয়োগ একটি সুদমুক্ত হালাল পন্থা আয়ের। এখানে হোটলে/রিসোর্টের সার্ভিস দ্বারা মুনাফা অর্জন করা হয়ে থাকে।
১১–সর্বাধিক বাৎসরিক মুনাফাঃঅন্যান সেক্টরের তুলনায় হোটেল ট্যুরিজম সেক্টরে বিনিয়োগের ফলে বাৎসরিক মুনাফা বেশি লাভ করা যায়। যা ২৫-৩০% হয়ে থাকে। কখনও কখনও এর পরিমান অধিক হয়ে থাকে।
১২-পুনঃবিক্রয় ও হস্তান্তরযোগ্যঃ বিনিয়োগকারী চাইলে নিজের শেয়ার পুনঃবিক্রয় অথবা হস্তান্তর করতে পারবে।
১৩-নিজ রিসোর্ট/হোটেল ফ্রী অবকাশ যাপনঃবিনিয়োগকারী নিজের বিনিয়োগকৃত হোটেল/রিসোর্টে ফ্রী অবকাশ যাপন করতে পারবে ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের সাথে।
১৪-ব্যক্তিগত উপভোগ: হোটেল-পর্যটন খাতে বিনিয়োগও ব্যক্তিগত আনন্দ দিতে পারে। আপনার যদি ভ্রমণ এবং আতিথেয়তার প্রতি অনুরাগ থাকে, তাহলে হোটেলে বিনিয়োগ আপনাকে আপনার পছন্দের একটি শিল্পের অংশ হতে পারে এবং তা থেকে সম্ভাব্য লাভ উপার্জন করা সম্ভব।
পরিশেষে, হোটেল-পর্যটন খাতে বিনিয়োগ স্থিতিশীল চাহিদা, আয় বৈচিত্র্য, উচ্চ রিটার্ন, ট্যাক্স সুবিধা এবং রিয়েল এস্টেট প্রশংসার সম্ভাবনা সহ বিভিন্ন সুবিধা প্রদান করতে পারে। এটি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৃদ্ধিতেও অবদান রাখে। যাইহোক, যেকোনো বিনিয়োগের মতো, এটির সাফল্য নিশ্চিত করার জন্য সতর্ক গবেষণা এবং পরিকল্পনা প্রয়োজন। কৌশলগতভাবে যোগাযোগ করা হলে হোটেলগুলিতে বিনিয়োগ করা ফলপ্রসূ এবং লাভজনক হতে পারে।
আপনিও চাইলে এই লাভজনক সেক্টরে বিনিয়োগ করতে পারেন। উৎসব রিসোর্ট আপনাকে সেই সুযোগ দিচ্ছে।আপনি এখানে বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করতে পারবেন।
উৎসব রিসোর্টে বিনিয়োগ করতে এখনি ইনভেস্ট নাও বাটনে ক্লিক করুন।
House-468, Road-31, Mohakhali DOHS Mohakhali, Dhaka-1206
Badnibangha, Mawna, Sreepur, Gazipur
Hotline: +8801329684400, Corporate Sales: +8801673362902
Email: utsabresort@gmail.com, Website: www.utsabresort.com
Hotline: +8801329684400, Corporate Sales: +8801673362902
Email: utsabresort@gmail.com, Website: www.utsabresort.com
©2023 Utsab Resort | All Rights Reserved.
Office: House-468, Road-31, Mohakhali DOHS Mohakhali,Dhaka-1206
Contact: +8801329684400
Resort Address: Badnibangha, Mawna Sreepur, Gazipur, Bangladesh
Contact: +8801673362902